Sunday, July 24, 2016

How to Change Apache Server Port Number

কিভাবে আমরা XAMPP Software টির Apache Server এর Port Number পরিবর্তন করতে পারি (How to Change Apache Server Port Number):-
আজকে আপনাদের দেখাবো কি ভাবে আমরা XAMPP Software টির Apache Server এর Port Number Change করতে পারি । আমরা যারা Wordpress, Joomla, Drupal, PHP Server Site Scripting file নিয়ে কাজ করি তারা সবাই কম বেশি XAMPP এই Software টির সাতে পরিচিত। Computer এ যদি Skype বা Virtual Machine এই সফটওয়্যার গুলো install থাকে তাহলে এই XAMPP Software টির Apache Server টা রান করতে চাই না Port 80 অথবা  Port 443 in use এই ধরনের Error Message Show করে। চলুন তা হলে দেখি কিভাবে  আমরা এই  Problem টির  Solution করতে পারি।
প্রথমে XAMPP Software টি Run করতে হবে। Software টি Run করার সাতে সাতে একটা Error Message Show করবে Your Apache Server Port in use by another software :-
Solution

Local Printer কে Cloud Printer হিসেবে ব্যবহার

Download Full File in PDF

আজকে আপনাদের দেখাবো কি ভাবে আপনি আপনার অফিস কিনবা বাসার Printer (প্রিন্টার) কে Cloud Printer হিসেবে ব্যবহার করতে পারেন। Local Printer কে Cloud Printer হিসেবে ব্যবহার এর সুবিধা হচ্ছে আপনি চাইলে বিশ্বের যে কোনও যাইগা হতে আপনার Local Printer Print দিতে পারবেনধরেন আপনি কোনও কাজে অফিসের বাইরে আছেন কিন্তু  অফিসের একটা Documents Print দিতে হবে চলেন তা হলে দেখি কিভাবে  আমরা এই কাজটি করতে পারি।

বি. দ্রঃ আপনার অফিস কিনবা বাসার Printer টা যে Computer এর সাতে সংযুক্ত আছে সেই Computer Google Chrome Browser টি install থাকতে হবে।
Step-1: