Saturday, September 24, 2016

Subnetting


একটা C ক্লাস এর আইপি  ১৯২.১৬৮.২২২.০/২৪ দিয়ে বলা হোলও
১. CSE Department এ ১০ টা PC তে
২. EEE Department এ ১০ টা PC তে
৩. BSTE Department এ ১০ টা PC তে  
৪. BBA Department এ ১২ টা PC তে
৫. ENGLISH Department এ ৫ টা PC তে
৬. LAW Department এ ৫ টা PC তে
৭. Admission Department এ ৫ টা PC তে
৮. Account Department এ ৫ টা PC তে
৯. Admin Department এ ৫ টা PC তে
১০. IT Department এ ৫ টা PC তে
১১. Library তে ২ টা PC তে
১২. LAB General এ ৩৫ টা PC তে  
১৩. LAB CSE তে ৫০ টা PC তে ইন্টারনেট সংযোগ দিতে হবে
এর জন্য আপনি কিভাবে নেটওয়ার্ক টা Sub Netting করবেন।

Step-1: প্রথমে আমরা একটু হিসাব করে দেখি আমাদের (১০+১০+১০+১২+৫+৫+৫+৫+৫+৫+২+৩৫+৫০)=১৫৮ টি আইপি এবং ১৩ টি সাবনেটওয়ার্ক এর প্রয়োজন

Step-2: আমরা জানি C ক্লাস এ IPV4 address(৮:::৮=৩২bits) এ ৩টি Network ১টি Host (N: N: N: H) ব্যাবহারিত হই। যেহেতু C ক্লাস এ ৩টি Network তাই এর ডিফল্ট বিট ২৪ এবং ডিফল্ট Subnet Mask ২৫৫.২৫৫.২৫৫.০ আমরা জানি একটি Octet (১২৮+৬৪+৩২+১৬+৮+৪+২+১)=২৫৫ যেহেতু C ক্লাস এ তিনটি Octet ব্যাবহারিত হয় তাই এর ডিফল্ট Subnet Mask ২৫৫.২৫৫.২৫৫.০

Step-3: এখন আমারা আমদের এই ১৯২.১৬৮.২২২.০/২৪ আইপি টিকে Sub netting করা শুরু করবো। Sub netting করার সময় খেয়াল করতে হবে সবচেয়ে বেশি আইপি কার প্রয়োজন তাকে প্রথমে এবং সব চেয়ে কম আইপি কার প্রয়োজন তাকে শেষে Sub netting করতে হবে।
সব চেয়ে বেশি(৫০টি) আইপি প্রয়োজন LAB CSE তে।
আমরা Host IP বের করার একটা সুত্র জানি 2N -2
N=অব্যাবহারিত host bit
-= ১ টি network address এবং ১ টি broadcast address

৫০ টি আইপি এর জন্য আমাদের অব্যাবহারিত host bit প্রয়োজন ৬ টি টা হলে  আমাদের বিট বৃদ্ধি করতে হবে ২ টি যেহেতু আমাদের একটি Octet এ বিট হচ্ছে ৮ টি। টা হলে নেটওয়ার্ক-১ আমারা লিখতে পারি ১৯২.১৬৮.২২২.০/২৬ আমাদের ডিফল্ট বিট ছিলও ২৪ যেহেতু আমরা ২ টি বিট বৃদ্ধি করেছি তাই আমরা ২৪ এর পরিবর্তে ২৬ লিখেছি 

নেটওয়ার্ক-১: CSE LAB (৫০ টি PC)
১৯২.১৬৮.২২২.০/২৬ 
 N=Total Bit – Useable Bit (৩২-২৬) =৬
-২=৬৪-২=৬২ টি host
Network Address: ১৯২.১৬৮.২২২.০/২৬ 
1st Host: ১৯২.১৬৮.২২২.১
Last Host: ১৯২.১৬৮.২২২.৬২
Broadcast Address: ১৯২.১৬৮.২২২.৬৩
Subnet Mask: ২৫৫.২৫৫.২৫৫.১৯২  
আমরা জানি  
বিট= ১২৮
বিট= ১৯২
বিট= ২২৪
বিট= ২৪০
বিট= ২৪৮
বিট= ২৫২
বিট= ২৫৪
৮বিট= ২৫৫
যেহেতু আমারা ২ বিট ব্যবহার করেছি তাই এর Subnet Mask হয়েছে ১৯২ 

নেটওয়ার্ক-২: General LAB (৩৫ টি PC)  
১৯২.১৬৮.২২২.৬৪/২৬  
-২=৬৪-২=৬২ টি host
Network Address: ১৯২.১৬৮.২২২.৬৪/২৬   
1st Host: ১৯২.১৬৮.২২২.৬৫
Last Host: ১৯২.১৬৮.২২২.১২৬ 
Broadcast Address: ১৯২.১৬৮.২২২.১২৭
Subnet Mask: ২৫৫.২৫৫.২৫৫.১৯২  
যেহেতু আমারা ২ বিট ব্যবহার করেছি তাই এর Subnet Mask হয়েছে ১৯২  

নেটওয়ার্ক-৩ : BBA Department (১২ টি PC)  
১৯২.১৬৮.২২২.১২৮/২৮  
-২=১৬-২=১৪ টি host
Network Address: ১৯২.১৬৮.২২২.১২৮/২৮  
1st Host: ১৯২.১৬৮.২২২.১২৯
Last Host: ১৯২.১৬৮.২২২.১৪২ 
Broadcast Address: ১৯২.১৬৮.২২২.১৪৩  
Subnet Mask: ২৫৫.২৫৫.২৫৫.২৪০  
যেহেতু আমারা ৪ বিট ব্যবহার করেছি তাই এর Subnet Mask হয়েছে ২৪০ 

নেটওয়ার্ক-৪ : CSE Department (১০ টি PC)  
১৯২.১৬৮.২২২.১৪৪/২৮   
-২=১৬-২=১৪ টি host
Network Address: ১৯২.১৬৮.২২২.১৪৪/২৮  
1st Host: ১৯২.১৬৮.২২২.১৪৫
Last Host: ১৯২.১৬৮.২২২.১৫৮   
Broadcast Address: ১৯২.১৬৮.২২২.১৫৯ 
Subnet Mask: ২৫৫.২৫৫.২৫৫.২৪০ 
যেহেতু আমারা ৪ বিট ব্যবহার করেছি তাই এর Subnet Mask হয়েছে ২৪০